ঐক্যফ্রন্টে যোগ দেয়ার সিদ্ধান্ত কবে জানাবেন বঙ্গবীর?
নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি
জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেবেন কিনা এ বিষয়ে সিদ্ধান্তের কথা আগামী ৫ নভেম্বর ড. কামাল হোসেনকে জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান তিনি।
কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা আগামী ৫ নভেম্বর দলগতভাবে সিদ্ধান্ত জানাবো। যদি ঐক্যফ্রন্টের সঙ্গে থাকি তবে জান দিয়ে কাজ করবো।’
তিনি আরও বলেন, ‘আমরা ঐক্যফ্রন্টে যোগ দিই বা না দিই- তবে ড. কামাল হোসেন জিতে গেছেন, যেদিন সংলাপে বসেছেন।’
বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের সভায় উপস্থিত হননি বিকল্পধারা বাংলাদেশের সভাপতি, সাবেক রাষ্ট্রপতি ও যুক্তফ্রন্ট নেতা একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
সভায় এ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘সভায় বি. চৌধুরীর থাকার কথা ছিল। শুক্রবার তার সঙ্গে কথা হয়েছে। তিনি তখনও বলেছিলেন আসবেন। কিন্তু আজ যখন তিনি শুনলেন যে এই সভায় সভাপতিত্ব করছেন ড. কামাল হোসেন, তখন তিনি না আসার সিদ্ধান্ত নেন।’
কাদের সিদ্দিকীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, সুলতান মনসুর আহমেদ, সৈয়দ আবুল মকসুদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।
নিউজওয়ান২৪/এমএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও