NewsOne24

ঐক্যফ্রন্টে যোগ দেয়ার সিদ্ধান্ত কবে জানাবেন বঙ্গবীর?

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৮:৫২ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেবেন কিনা এ বিষয়ে সিদ্ধান্তের কথা আগামী ৫ নভেম্বর ড. কামাল হোসেনকে জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। 

শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান তিনি। 

কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা আগামী ৫ নভেম্বর দলগতভাবে সিদ্ধান্ত জানাবো। যদি ঐক্যফ্রন্টের সঙ্গে থাকি তবে জান দিয়ে কাজ করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা ঐক্যফ্রন্টে যোগ দিই বা না দিই- ত‌বে ড. কামাল হোসেন জি‌তে গে‌ছেন, যে‌দিন সংলা‌পে ব‌সে‌ছেন।’

বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের সভায় উপস্থিত হননি বিকল্পধারা বাংলাদেশের সভাপতি, সাবেক রাষ্ট্রপতি ও যুক্তফ্রন্ট নেতা একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

সভায় এ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘সভায় বি. চৌধুরীর থাকার কথা ছিল। শুক্রবার তার সঙ্গে কথা হয়েছে। তিনি তখনও বলেছিলেন আসবেন। কিন্তু আজ যখন তিনি শুনলেন যে এই সভায় সভাপতিত্ব করছেন ড. কামাল হোসেন, তখন তিনি না আসার সিদ্ধান্ত নেন।’

কাদের সিদ্দিকীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, সুলতান মনসুর আহমেদ, সৈয়দ আবুল মকসুদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ। 

নিউজওয়ান২৪/এমএস