ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

এসব কী খাওয়াচ্ছেন?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০৭, ২৭ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ম্যাজিস্ট্রেট জরিমানা করেছে শ্যামলী লিংক রোডের প্রিন্স এবং চিলিস চাইনিজ হোটেলকে। সেখানকার মাত্র কয়েকটি ছবি দেয়া হলো-

প্রথম পাঁচটি ছবি হোটেল প্রিন্সের






ফাঙ্গাস পড়া গাঁজর কেটে ধোয়া হচ্ছে থালা বাসন পরিষ্কার করা বেসিনে পানি জমিয়ে



ফ্রিজে খোলা নুডলস



ফ্রিজে খোলা অবস্থায় নাড়িভুঁড়ি সহ মুরগির মাংস

পরের চারটি ছবি চিলিস এর-

ময়লা পরিষ্কার করা দুটি ঝাড়ুর পাশে মুরগির মাংস কেটে নিচে রাখা হয়েছে



তেলের অবস্থা ভাল করে দেখুন সাদা হয়ে আছে। এতদিন দেখেছি পোড়া কাল তেল। আজ পাওয়া গেল সাদা গাদযুক্ত তেল।



আল্লাহ্‌ মালুম এরা কি ব্যাবহার করছে



মেয়াদোত্তীর্ণ সব খাদ্য উপকরণ। ফ্রিজে সব খোলা অবস্থায়।

এ পর্যন্ত যা পাওয়া গেল, সবার কিচেনের ভয়াবহ অবস্থা। মালিকের পরিবার, বাচ্চাকাচ্চা এসে কিচেন দেখলে নিজের হোটেলেই আর পা দেবে না কখনো।

ছবিগুলো মাহবুব কবির মিলনের ফেসবুক থেকে নেয়া। সেখানে তিনি আরো লিখেছেন-

এসব কি খাওয়াচ্ছেন আমাদের!!! এত অভিশাপ কেমনে সইবেন? ঢাকা শহরের সমস্ত হোটেল, চাইনিজ, ফাস্ট ফুডের কিচেন মানুষ না করা পর্যন্ত হাল ছাড়ছিনা। এ দায়, আমাদের সন্তানদের জন্য। প্লিজ সবাই সচেতন হোন, সবাই এগিয়ে আসুন।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত