ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৫০, ৫ ডিসেম্বর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

ঋণের মাধ্যমে চার কোটি টাকা স্থানান্তর ও আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৪ ডিসেম্বর) কমিশনের নির্ধারিত সভায় এই চাজর্শিটের অনুমোদন দেয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করে জানান, চার্জশিটটি শিগগিরই আদালতে পেশ করা হবে।

ক্ষমতার অপব্যবহার করে ভুয়া ঋণের মাধ্যমে চার কোটি টাকা স্থানান্তর ও আত্মসাৎ করার অভিযোগ এনে গত ১০ জুলাই মামলা করে দুদক।

দায়ের করা ওই মামলায় বিচারপতি এস কে সিনহা ও ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) সাবেক এমডি এ কে এম শামীমসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

নিউজওয়ান২৪.কম/এমজেড

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত