এবার ট্রাম্পকে শক্তি দেখাবেন শি-পুতিন-মোদি
আন্তর্জাতিক ডেস্ক

অতিরিক্ত শুল্ক আরোপকে হাতিয়ার করে বিশ্ববাণিজ্যকে হুমকির মুখে ঠেলে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের মধ্যেই শক্তি জানান দিতে এক হচ্ছে তিন পরাশক্তি রাশিয়া, চীন ও ভারত। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী থিয়েনচিনে অনুষ্ঠিতব্য একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে এক মঞ্চে উঠছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদি। এই ফোরামে শি পুতিন, মোদি ছাড়াও ২০টির বেশি দেশের বিশ্বনেতাকে একত্রিত করবেন বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের বাড়াবাড়ি কর্মকাণ্ডের মধ্যে এক মঞ্চে শি, পুতিন ও মোদির এ উপস্থিতি হবে গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর অর্থনীতি, নিরাপত্তাসহ নানা বিষয়ে শক্তিশালী সংহতির দারুণ দৃষ্টান্ত। এ ছাড়া এ বৈঠক হবে মার্কিন বিভিন্ন নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার জন্যও একটি কূটনৈতিক বিজয়।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন থিয়েনচিনে এ সম্মেলনের আয়োজন করেছে। এতে পুতিন, মোদি ছাড়াও মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা উপস্থিত থাকবেন। এ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাত বছরের বেশি সময় পর চীন সফর করবেন। ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে মারাত্মক সীমান্ত সংঘাতের পর উত্তেজনা প্রশমনের জন্য দুই দেশ একসঙ্গে কাজ করছে।
এর আগে গত বছর রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নেতারা সেখান থেকে মুখ ফিরিয়ে নেন। সে সময়ও মোদি ও শি এক মঞ্চে পুতিনের সঙ্গে উপস্থিত ছিলেন।
দ্য চায়না-গ্লোবাল সাউথ প্রজেক্ট গবেষণা সংস্থার প্রধান এরিক ওলান্ডার বলেন, শি এ সম্মেলনকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইবেন। যেন তিনি দেখাতে পারেন, যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে আন্তর্জাতিক ব্যবস্থা কেমন হতে পারে এবং চীন, ইরান, রাশিয়া ও ভারতের বিরুদ্ধে হোয়াইট হাউসের সব প্রচেষ্টা তেমন কার্যকর হয়নি।
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন