এবার চাবকানো হলো আরেক সৌদি প্রিন্সকে!
বিশ্ব সংবাদ ডেস্ক

সৌদি আরবে ক্ষমতাসীন আল সৌদ পরিবারের এক প্রিন্সকে শাস্তি স্বরূপ চাবুক মারা হয়েছে। আদালতের আদেশে সোমবার জেদ্দার এক কারাগারে এ শাস্তি কার্যকর করা হয়। পুলিশের এক সদস্য প্রিন্সকে চাবকিয়ে শাস্তি কার্যকর করেন। তবে চাবকানোর আগে অপরাধীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
ওকাজ ডেইলি বুধবার এ খবর প্রকাশ করে। খুনের অভিযোগে গত মাসে দেশটিতে এক প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকরের পর অপর এক প্রিন্সকে চাবকানোর এ ঘটনা ঘটল। তবে কোন অপরাধে রাজপরিবারের সন্তানকে এ শাস্তি দেওয়া হলো তা জানায়নি স্থানীয় পত্রিকা ওকাজ।
জানা গেছে, ওই প্রিন্সকে চাবকানোর পাশাপাশি কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
এ খবরের ব্যাপারে সৌদি বিচার মন্ত্রণালয় বা রাজ পরিবারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত ১৮ অক্টোবর হত্যার দায়ে রাজধানী রিয়াদে সৌদি প্রিন্স তুর্কি বিন সৌদ আল-কবিরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এক সৌদি যুবককে গুলি করে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবার রক্তমূল্য নিয়ে অপরাধীকে ক্ষমা করতে অস্বীকার করায় এই শাস্তি কার্যকর করা হয়।
১৯৭৫ সালের ২৫ মার্চ সদ্য যুক্তরাষ্ট্র ফেরত সৎভাইয়ের ছেলে ফয়সাল বিন মুসাইদ তাকে গুলি করে হত্যা করে। চাচা বাদশাহ ফয়সালকে হত্যার অপরাধে পরে জনসমক্ষে শিরোশ্ছেদ করা হয় প্রিন্স ফয়সাল বিন মুসাইদের।
প্রসঙ্গত, তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের বিশাল দেশ সৌদি আরব মহান ধর্ম ইসলামের সূতিকাগার। সেই বিশাল আরব জাহানের বর্তমান শাসক পরিবারের সদস্যদের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের ঘটনা প্রায়ই আন্তর্জাতিক মিডিয়ায় ঝড় তোলে। এসব ব্যাপারে বরাবর মুখ বন্ধ রাখে কর্তৃপক্ষ।
তবে অনেককাল পরে গত মাসে পিন্স তুর্কি বিন সৌদ আল-কবিরের মৃত্যুদণ্ড এবং সোমবার অপর প্রিন্সকে চাবকানোর ঘটনা রাজ পরিবার সম্পর্কে জনমনে নতুন করে আগ্রহের সৃষ্টি করেছে।
নিউজওয়ান২৪.কম/আরকে
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন