ঢাকা, ২১ মে, ২০২৫
সর্বশেষ:

এবার ইরানে মদপানে ২৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮, ৩০ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ২০:৫৮, ৩০ সেপ্টেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

এবার ইরানে চলতি মাসে ভেজান মদ পান করে ২৩ জনের মৃত্যু হয়েছে।


শনিবার দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, চারটি প্রদেশে পৃথক এ প্রাণহানির ঘটনা ঘটেছে।

রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ইরানের জরুরি বিভাগের উপ-প্রধান পির হোসেইন কোলিভান্দ বলেন, দক্ষিণাঞ্চলীয় হরমজগান প্রদেশেই ভেজাল মদ পান করে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, আলবোর্জ প্রদেশে মদ পান করে তিনজনের মৃত্যু হয়েছে। নর্থ খোরাসান, কোহগিলুয়েহ ও বোয়ের আহমাদ প্রদেশেও ভেজাল মদপানে প্রাণহানির ঘটনা ঘটেছে।

ইরানে মুসলিমদের জন্য মদ বা অ্যালকোহলিক বেভারেজ নিষিদ্ধ। দেশটির আইনে মদ উৎপাদন বা এর কেনাবেচা দণ্ডনীয় অপরাধ।

এরআগে, মালেশিয়ায় মদপানে এক বাংলাদেশিসহ ১৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।


নিউজওয়ান২৪/এস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত