ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

এখনো জ্ঞান ফেরেনি সুবীর নন্দীর

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ২৩:১৮, ১৬ এপ্রিল ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

প্রায় দুইদিন হতে চললো অবচেতন অবস্থায় রয়েছেন বাংলা গানের কিংবদন্তি গায়ক সুবীর নন্দী। কৃত্রিম উপায়ে চলছে তার সব কিছু। তবে শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও তার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে স্বস্তির খবর জানিয়েছেন চিকিৎসকরা। 

হৃদ‌রো‌গে আক্রান্ত  একুশে পদক পাওয়া এই গুণী সঙ্গীত ব্যক্তিত্বকে সুস্থ করতে চিকিৎসকরা দুই দিন ধরেই নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।

এর আগে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি হন সুবীর নন্দী। রোববার তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা ৭২ ঘণ্টা পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন বলে জানান সুবীর নন্দীর মেয়ের জামাতা ড. রাজেশ সিকদার।

সুবীর নন্দীর পারিবার জানায়, মৌলভীবাজা‌রে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ঢাকায় ফেরার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল এসেই ট্রেনের ভেতর অসুস্থ হয়ে পড়েন। তারপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে বিমানবন্দর রেল স্টেশ‌নে নামার পর দ্রুত সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় সুবীর নন্দীকে।

নিউজওয়ান২৪/ইরু