ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৭, ১৯ ফেব্রুয়ারি ২০২১  

এইচএসসি ও সমমান পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষা


এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে বিতরণ শুরু হচ্ছে। চলবে ১০ মার্চ পর্যন্ত। 

গতকাল বৃহস্পতিবার  (১৮ ফেব্রুয়ারি) এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এই তথ্য জানা গেছে।

ঢাকা শিক্ষা বোর্ডর কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ঢাকা জেলা, গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের; ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জের, ১ থেকে ৪ মার্চ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার এবং ৭ থেকে ১০ মার্চ ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জ জেলার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে।

বোর্ডের কলেজ শাখা থেকে এসব পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।

নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ

আরও পড়ুন
শিক্ষাঙ্গন বিভাগের সর্বাধিক পঠিত