ইস্তাম্বুলে পুলিশের ওপর আত্মঘাতী বোমা, নিহত ২৯ আহত ১৬০
বিশ্ব সংবাদ ডেস্ক

শনিবার ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে একটি স্টেডিয়ামের কাছে জোড়া বিস্ফোরণে অন্তত ২৯ জন নিহত ও আহত হয়েছে ১৬০ জন। আল জাজিরা জানায়, একটি ফুটবল ম্যাচের পরে পুলিশের ওপর চালানো হয় বোমা হামলা দুটি।
তুর্কি কর্মকর্তারা এমন দাবিই করেছেন।
নিহতের প্রায় সবাই পুলিশ সদস্য, তবে দুজন সাধারণ নাগরিক থাকার কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
বিবিসি জানায়, দুটি বিস্ফোরণের মধ্যে একটি গাড়ি বোমার ও অপরটি আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এ ঘটনাকে নিরাপত্তা বাহিনী ও জনগণের ওপর সন্ত্রাসী হামলা বলে মনে করছেন। তিনি বলেন, ফুটবল ম্যাচের পরপর এমন হামলার অর্থ- যত বেশি সম্ভব মানুষকে হত্যার উদ্দেশ্য ছিল হামলাকারীদের।
ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দশজনকে গ্রেপ্তার করেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ ইস্তাম্বুলের সবচেয়ে বড় শহরে এই জোড়া হামলার দায় স্বীকার করেনি।
স্থানীয় সময় রাতের বেলা বেসিকতাস স্টেডিয়ামে বেসিকতাস ও বুরসাসপোর দলের ফুটবল ম্যাচ শেষে দর্শকরা চলে যাওয়ার দুই ঘণ্টা পর বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন গুলির আওয়াজ পাওয়ার কথাও জানান কয়েকজন প্রত্যক্ষদর্শী।
কাছাকাছি ডোলমাবাহচি এলাকার একজন পরিচ্ছন্নকর্মী ওমার ইলমিজ নামের একজন পরিচ্ছন্নকর্মী জানান, তিরিশ সেকেন্ডের ব্যবধানে দুটি বিস্ফোরণের শব্দ পান তিনি।
আল জাজিরা জানায়, প্রথম বিস্ফোরণটি ঘটে বেসিকতাস ফটবল মাঠে যা ছিল একটি গাড় িবোমা। পরেরটি বিস্ফোরিত হয় কাছের একটি পার্কে- এটি ছিল আত্মঘাতী কোনো ব্যক্তির ঘটানো বিস্ফোরণ।
প্রসঙ্গত, চলতি বছর কুর্দি বিদ্রোহী ও ইসলামিক স্টেট তুরস্কে বেশ কয়েকটি বড় ধরনের বোমা হামলা চালিয়েছে।
নিউজওয়ান২৪.কম/আরকে
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন