ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ইসিতে অভিযোগ, পথে আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৫, ১৩ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

মোহাম্মদপুর থানার বিএনপির সভাপতি ওসমান গণি শাহজাহান নির্বাচন কমিশনে অভিযোগ দিতে এসে ফেরার পথে পুলিশের হাতে আটক হয়েছেন বলে অভিযোগ করেছে তার দল। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুস সালাম বুধবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে দেখা করে এই অভিযোগ করেন।

সালাম তার নির্বাচনী এলাকায় ‘পুলিশি হয়রানির’ অভিযোগ নিয়ে বুধবার দুপুরের পর নির্বাচন ভবনে আসেন। সে সময় তার সঙ্গে ছিলেন ওসমান গণি শাহজাহান।

বিকালে তারা ফেরার পথে আইডিবি ভবন এলাকা থেকে পুলিশ শাহজাহানকে আটক করে নিয়ে যায় বলে আব্দুস সালামের দাবি।

ঘটনার পরপরই তিনি আবার নির্বাচন কমিশনে আসেন এবং ইসি সচিবের সাথে দেখা করে শাহজাহানের আটক হওয়ার খবর দেন।

সাংবাদিকদের সালাম বলেন, “শাহজাহানকে আইডিবি ভবনের সামনে নামিয়ে গুলশান যাচ্ছিলাম। হঠাৎ মোবাইলে জানতে পারলাম, ওকে নিয়ে গেছে। গত পরশু ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সারা দিন আমার সাথে থাকার পর যখন বাসায় যাচ্ছিল, তখন তাকেও এভাবে তুলে নিয়ে গেছে। এভাবে যদি চলতে থাকে আমরা নির্বাচনটা করব কী করে?”

আব্দুস সালাম দাবি করেন, শাজাহানের বিরুদ্ধে ‘পেন্ডিং’ কোনো মামলা নেই। ‘গায়েবি’ মামলা থাকলেও তিনি জামিনে আছেন।

মোহাম্মদপুর থানার বিএনপির সভাপতি ওসমান গণি শাহজাহান নির্বাচন কমিশনে অভিযোগ দিতে এসে ফেরার পথে পুলিশের হাতে আটক হয়েছেন বলে অভিযোগ করেছে তার দল। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুস সালাম বুধবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে দেখা করে এই অভিযোগ করেন।

সালাম তার নির্বাচনী এলাকায় ‘পুলিশি হয়রানির’ অভিযোগ নিয়ে বুধবার দুপুরের পর নির্বাচন ভবনে আসেন। সে সময় তার সঙ্গে ছিলেন ওসমান গণি শাহজাহান।

বিকালে তারা ফেরার পথে আইডিবি ভবন এলাকা থেকে পুলিশ শাহজাহানকে আটক করে নিয়ে যায় বলে আব্দুস সালামের দাবি।

ঘটনার পরপরই তিনি আবার নির্বাচন কমিশনে আসেন এবং ইসি সচিবের সাথে দেখা করে শাহজাহানের আটক হওয়ার খবর দেন।

সাংবাদিকদের সালাম বলেন, “শাহজাহানকে আইডিবি ভবনের সামনে নামিয়ে গুলশান যাচ্ছিলাম। হঠাৎ মোবাইলে জানতে পারলাম, ওকে নিয়ে গেছে। গত পরশু ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সারা দিন আমার সাথে থাকার পর যখন বাসায় যাচ্ছিল, তখন তাকেও এভাবে তুলে নিয়ে গেছে। এভাবে যদি চলতে থাকে আমরা নির্বাচনটা করব কী করে?”

আব্দুস সালাম দাবি করেন, শাজাহানের বিরুদ্ধে ‘পেন্ডিং’ কোনো মামলা নেই। ‘গায়েবি’ মামলা থাকলেও তিনি জামিনে আছেন।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত