ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক

ছবি সংগৃহীত
ইসরায়েলি বাহিনীর গুলিতে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে দুই কিশোরও রয়েছে। গাজার পূর্বাঞ্চলে ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলি বাহিনী গুলি ছুড়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা।
গাজা উপত্যকার কেন্দ্রীয় আল বুরেইজের পূর্বাঞ্চলে চার ফিলিস্তিনি নিহত হয়েছে। অপরদিকে গাজা শহরের পূর্বাঞ্চলে আরও একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন আল কিদরা।
ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ছয় ফিলিস্তিনি হলেন, আহমেদ ইব্রাহিম জাকি আল তাওয়েল (২৭), মোহাম্মেদ আবদুল হাফিদ ইউসেফ ইসমাইল (২৯), আহমেদ আবদুল্লাহ আবু নাইম (১৭), আবদুল্লাহ বারহাম ইব্রাহিম সুলেইমান আল দাঘমা (২৫), আফিফি মাহমুদ আত্তা আফিফি (১৮) এবং তামের লিয়াদ মাহমুদ আবু আরমানাহ।
আল কিদরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও ২৫২ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৫৪ জন সরাসরি গুলিবিদ্ধ হয়েছেন।
পাঁচ মাসের বেশি সময় ধরে গাজা উপত্যকায় বিক্ষোভ করছে ফিলিস্তিনিরা। নিজেদের ভূমির অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে বিক্ষোভ করে যাচ্ছে তারা। তাদের ভূমি থেকে উচ্ছেদ হওয়ার ৭০ বছর পেরিয়ে গেলেও এখনও তারা নিজেদের ভূমির অধিকার এবং নিজেদের বাড়িতে ফিরে যেতে পারছে না।
গত ৩০ মার্চ থেকে বিক্ষোভ শুরু করে ফিলিস্তিনিরা। তাদের বিক্ষোভে হামলা চালিয়ে এ পর্যন্ত ১৮৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া এখনও পর্যন্ত ৮০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা।
নিউজয়ান২৪/এমএম
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন