ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

বিল পরিশোধে অনীহা 

ইমরান খানের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের নোটিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:২২, ২৮ আগস্ট ২০১৯  

ইমরান খান -ফাইল ফটো

ইমরান খান -ফাইল ফটো

বিল পরিশোধ না করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নোটিস জারি হয়েছে। আজ (বুধবার) খালিজ টাইমস জানায়, সংশ্লিষ্ট বিভাগ থেকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর সচিবালয় বিদ্যুৎ বিল পরিশোধে ব্যর্থ হয়।

পাকিস্তানের ইসলামাবাদ ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (আইইএসসিও) ২৮ আগস্ট (বুধবার) এ বাবদে একটি নোটিস ইস্যু করেছে। পাকিস্তানি মিডিয়ায় প্রকাশিত খবরে জানা গেছে, রাজধানী ইসলামাবাদের বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানিটির কাছে প্রধানমন্ত্রীর দপ্তরের বকেয়ার পরিমাণ ৪১ লাখ রুপিয়া। গত মাসে যা ছিল ৩৫ লাখ রুপিয়া। আইইএসসিও সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সচিবালয়ের বিল পরিশোধ না করাটা ধারাবাহিক ঘটনায় পরিণত হয়েছে। যদি বিল পরিশোধ না করা হয় তবে আমরা সংযোগ কেটে দেব। তবে ‘কবে সংযোগ কেটে দেওয়া হবে’ তা অবশ্য পরিষ্কার করেনি সূত্র। 

পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে বিদ্যুৎ সংকট মারাত্মক রূপ নিয়েছে। বিদ্যুৎহীনতার কারণে প্রায়ই দেখা যায় বিরাট এলাকাজুড়ে ব্লাকআউট পরিস্থিতি। যা জনমনে ব্যাপক অসন্তোষের সৃষ্টি করে। 
নিউজওয়ান২৪.কম/আরকে 

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত