ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ইবোলার প্রাদুর্ভাবে জর্জরিত কঙ্গো, মৃতের সংখ্যা ২০১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৭, ১২ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র কঙ্গো। এতে নতুন করে ইবোলার প্রাদুর্ভাব দেখা গেছে। গেল আগস্ট থেকে এ পর্যন্ত ২০১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার এ তথ্য জানায় কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়। আর এই তথ্য প্রকাশিত হয়েছে এএফপির খবরে।

সে সুত্রে জানা যায়, কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত ২৯১ জন আক্রান্ত হয়েছে কঙ্গোতে। নতুন করে ইবোলায় আক্রান্তদের অর্ধেক নর্থ কিভু অঞ্চলের বেনি শহরের বাসিন্দা। শহরটিতে ৮ লাখ লোক বসবাস করে।

উল্লেখ্য, কঙ্গোতে প্রথম ইবোলা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে ১৯৭৬ সালে। সর্বশেষ গেল আগস্টে দশমবারের মতো দেশটিতে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়।

নিউজওয়ান২৪/জেডএস

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত