ঢাকা, ২৪ মে, ২০২৫
সর্বশেষ:

ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৯২

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫২, ৭ ডিসেম্বর ২০১৬   আপডেট: ১৬:৪৩, ৯ ডিসেম্বর ২০১৬

স্থানীয় টিভি থেকে নেওয়া চিত্র

স্থানীয় টিভি থেকে নেওয়া চিত্র

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ৯২ জনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ৩ মিনিটে সুমাত্রা দ্বীপের উত্তর-পূর্ব উপকূলের সাগরতলে এ ভূমিকম্পে আহত হয়েছে অর্ধশতাধিক। প্রাথমিক খবরে মৃত্যের সংখ্যা ৫২ বলে জানানো হয়ছিল। তবে পরে উদ্ধার কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে  বাড়তে থাকে লাশের সংখ্যা।

আচেহ প্রদেশে কর্তৃপক্ষ ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। ভূমিকম্পে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে যার তলায় বহু মানুষ আটকা পড়েছে বলে জানা গেছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পিদি জায়ার ডেপুটি জেলা প্রধান সাইদ মুলিয়াদি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে বলে জানান তিনি।

স্থানীয় হাসপাতালগুলো আহতদের চিকিৎসা সেবা দিতে হিমসিম খাচ্ছে।

তবে ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করেনি ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ। তারা জানিয়েছে সে ধরনের কোনো আশংকা নেই।

এক যুগ আগে ২০০৪ সালে ৯.২ মাত্রার প্রলয়ঙ্করী এক ভূমিকম্প ও সুনামিতে ভারত মহাসাগর উপকূলীয় অঞ্চলের ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশের বেশকিছু জনপদ লণ্ডভণ্ড হয়ে যায়। ওই মহাপ্রলয়ে শুধু ইন্দোনেশিয়াতেই এক লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ মারা যায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবারে ঘটা সুমাত্রার ভূমিকম্পের উৎপত্তি উপকূলে সাগরতলের ১৭ দশমিক দুই কিলোমিটার গভীরে। বিসিসি, সিএনএন

নিউজওয়ান২৪.কম/আরকে

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত