ঢাকা, ১৪ মে, ২০২৫
সর্বশেষ:

ইন্দোনেশিয়ায় নিহতের সংখ্যা ২ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৪, ৯ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্প ও পরবর্তীতে সৃষ্ট সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ২,০১০ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে। 

দেশটির দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগ্রহো জানান, বৃহস্পতিবার ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর পালু শহরে উদ্ধার অভিযান সমাপ্ত করা হবে।

গত ২৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার সুলাওয়েসী দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে সৃষ্ট সুনামির ২০ ফুট উচ্চতার বিশাল ঢেউ বিভিন্ন শহরের ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই ধ্বংসস্তুপে পরিণত হয় পালু শহর।

পরপর দু’টি প্রাকৃতিক দুর্যোগে অসংখ্য স্থাপনাসহ হাজারো ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। ভেঙে পড়ে মসজিদ, শপিং মল, হোটেল, হাসপাতাল, সেতু, রাস্তাঘাট। ক্ষতিগ্রস্ত হয় পালু বিমানবন্দরের রানওয়ে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুলাওয়েসি দ্বীপের পালু শহর। এখানে বসবাসকারী তিন লাখ ৮০ হাজার মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে ২০০৪ সালের ডিসেম্বরে ইন্দোনেশিয়ায় ৯.১ মাত্রা প্রচণ্ড ভূমিকম্প ও সুনামিতে দুই লাখ ৩০ হাজার মানুষ নিহত হয়।

নিউজওয়ান২৪

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত