ঢাকা, ০৯ মে, ২০২৫
সর্বশেষ:

ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানের পাইলট ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৭, ২৯ অক্টোবর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


ইন্দোনেশিয়ায় দুর্ঘটনাগ্রস্ত লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ ম্যাক্স পাইলট ছিলেন একজন ভারতীয়। যার নাম ভব্য সুনেজা। ৩১ বছর বয়সী ওই পাইলট দিল্লির অধিবাসী বলে জানা গেছে। 

লায়ন এয়ারের মুখপাত্র জানিয়েছেন, পাইলট ভব্য সুনাজা গত ৭ বছর ধরে লায়ন এয়ারের সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি আরো জানিয়েছেন, ৬ হাজার ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে ভব্য সুনাজার। এছাড়াও বিধ্বস্ত বিমানটি (বোয়িং ৭৩৭ ম্যাক্স) ওড়ানোর বিশেষ প্রশিক্ষণ ছিল তার। দুর্ঘটনাকবলিত বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটি চলতি বছরের আগস্টে প্রথম আকাশে ওড়া শুরু করে বলে জানা গেছে।

ইতিমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমেছে ইন্দোনেশিয় সরকার। তবে কী কারণে দুর্ঘটনা ঘটল তার কূলকিনারা করতে পারছেন না বিশেষজ্ঞরা।

দেশটির অনুসন্ধান ও উদ্ধার বিভাগের মুখপাত্র ইউসুফ লতিফ গণমাধ্যমকে জানিয়েছেন, বিধ্বস্ত বিমান যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। খবর দ্য গার্ডিয়ানের।

স্থানীয় সময় সোমবার সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তা থেকে উড্ডয়ন করা ৭৩৭ বোয়িং বিমানটি এক ঘণ্টা পর ৭টা ২০ মিনিটে পাংকাল মিনাং বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

কিন্তু উড্ডয়নের ১৩ মিনিট পর থেকে এটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর পরই এটি জাকার্তা উপকূলে বিধ্বস্ত হয়।

বিমানটিতে ১৮৯ জন যাত্রী ছিলেন। তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত