ঢাকা, ২১ মে, ২০২৫
সর্বশেষ:

আবারো ৭.৫ মাত্রার ভূমিকম্পের কবলে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮, ২৮ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ২০:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প। এর প্রেক্ষিতে ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে আঘাত হানা ৬.১ মাত্রার ভূমিকম্পে একজন নিহত, দশজন আহত এবং বেশকিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ২ মিনিটে মধ্যাঞ্চলের দ্বীপ সুলাবেসির পালু শহরের ৭৮ কিলোমিটার উত্তরে এই ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতোপো পুর্বো নুগ্রহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা জনগণকে নিরাপদে থাকতে বলছি, তারা যেন ক্ষতিগ্রস্ত ভবন থেকে দূরে সরে যায়।

ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, অনেক এলাকায়ই যোগাযোগ ব্যবস্থা ভালো নয় বিধায় জাতীয় সংস্থা সেখানে যেতে পারছে না। তবে সরকার এ বিষয়ে তদারকি করছে।

গত জুলাই ও আগস্টে পালু শহর থেকে শত কিলোমিটার দূরের লমবোক দ্বীপে দফায় দফায় ভূমিকম্পে ৫০০ লোকের প্রাণহানি হয়।

প্রশান্ত মহাসাগরের ভূমিকম্প প্রবণ এলাকা ‘রিং অব ফায়ারে’ অবস্থিত ইন্দোনেশিয়া এই শতকে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয় ২০০৪ সালের ভূমিকম্পে। ৯ দশমিক ১ থেকে ৯ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের পর সেখানে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিও আছড়ে পড়ে।

আর ঘটনায় ইন্দোনেশিয়ার প্রায় সোয়া লাখ মানুষ নিহত হয়। আশপাশের আরো ১২টি দেশ মিলিয়ে সোয়া দুই লাখেরও বেশি মানুষ নিহত হয় ওই ভূমিকম্পে।

নিউজওয়ান২৪

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত