ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

আবারো বাবা-ছেলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৯, ১০ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

আরো বছর দুয়েক আগে একই গানে বাবা-ছেলে ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদ কাজ করেছিলেন। ওই সময় (২০০৬ সালে) ‘কলি থেকে ফুল’ শিরোনামের একটি গানে ছেলে হাবিবের সুর-সংগীতে কণ্ঠ দেন বাবা ফেরদৌস।

মাঝে বেশ কয়েকবার একসঙ্গে (ষ্টেজ) তাদের দেখা গেলেও অনেকদিন চলেছে বিরতি। এরপর তারা আর একসঙ্গে গানে আসেননি। 

এদিকে, এবার আবারো তাদের পাওয়া গেলো গানে। ‘উতাল কইতর’ শিরোনামের গানে হাবিবের সুর-সংগীতে আবারো কণ্ঠ দেবেন ফেরদৌস ওয়াহিদ। গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান।

ফেরদৌস ওয়াহিদ বলেন, অনেক দিন পর হাবিবের সুর-সংগীতে গান গাইতে যাচ্ছি। চলতি মাসেই এর রেকর্ডিং হবে।

নিউজওয়ান২৪/জেডআই