ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

আফগানিস্তানে শীত ও তুষারপাতে ১২৪ জনের মৃত্যু

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২৩:৫২, ২৪ জানুয়ারি ২০২৩  


আফগানিস্তানে তীব্র শীত ও তুষারপাতে গত ১৫ দিনে অন্তত ১২৪ জনের মৃত্যু হয়েছে।

হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকায় দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার গবাদিপশুও মারা গেছে বলে জানিয়েছেন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র। খবর বিবিসি।

ভারপ্রাপ্ত দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোল্লা মোহাম্মদ আব্বাস আখুন্দ বিবিসিকে বলেন, এ বছর গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। আফগানিস্তানের অনেক অঞ্চল তীব্র তুষারপাতের ফলে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া উদ্ধারের জন্য সামরিক হেলিকপ্টার পাঠানো হলেও উঁচু পাহাড়ি অঞ্চলগুলোতে তারা অবতরণ করতে পারেনি।

তিনি জানান, তীব্র শীতে যারা প্রাণ হারিয়েছেন তাদের অধিকাংশই রাখাল ও গ্রামীণ এলাকার মানুষ। স্বাস্থ্যসেবা পাওয়ার কোনো সুযোগ-সুবিধা তাদের ছিল না। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ১০ দিনে তাপমাত্রা কিছুটা উষ্ণ হবে। তবে এখনো আফগানি ও তাদের গবাদিপশু মৃত্যুর ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে উদ্বিগ্ন তিনি।

নিউজওয়ান২৪.কম/এসএ

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত