আন্তর্জাতিক চাপে সৌদি, শেষ রক্ষা হবে কি?
আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি
স্মরণকালের ভয়াবহ আন্তর্জাতিক চাপে পড়েছে রাজতান্ত্রিক সৌদি আরব। এ অবস্থা থেকে পরিত্রাণ হবে কী না তা নিয়ে সন্দিহান বিশ্বের অনেক মানুষ। তারা ভাবছেন, দিনান্তে শেষ রক্ষা হবে কি দেশটির?
সৌদি সরকার বিরোধী এবং দৈনিক ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যার ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর যুবরাজ মোহাম্মদ বিন সালমান কঠিন আন্তর্জাতিক চাপের মুখে রয়েছেন।
যুবরাজ সালমানের সৌদি রাজার পদে অধিষ্ঠিত হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক চাপ থেকে যুবরাজকে রেহাই দেয়ার জন্য তার পিতা বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছেন।
প্রথমত, সৌদি নিরাপত্তা বিভাগের হাতে দেশটির সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগি নিহত হওয়ার পর এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছিলেন সৌদি রাজা। কিন্তু সৌদি সরকারের জড়িত থাকার বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার পর তারা হত্যার কথা স্বীকার করতে বাধ্য হয়। সৌদি রাজা বিষয়টিকে এমনভাবে ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেন যাতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘাড়ে কোনো দোষ না থাকে। কিন্তু বিশ্বের কোনো দেশই এমনকি সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্ররাও ওই ব্যাখ্যা মেনে নিতে পারেনি।
চলতি সপ্তাহে রিয়াদে যুবরাজ সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক সম্মেলন বয়কট করেছে অনেক দেশ ও কোম্পানি। বিশেষ করে জার্মানি সরকার সাংবাদিক হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের যে দাবি জানিয়েছে- তাতে বোঝা যায়, খাশোগি নিহত হওয়ার ব্যাপারে সৌদি আরবের ব্যাখ্যা কোনো দেশ বিশ্বাস করেনি।
দ্বিতীয়ত, নজিরবিহীন আন্তর্জাতিক চাপ থেকে যুবরাজ সালমানকে নিরাপদে রাখার জন্য গুপ্তহত্যার দায় অধীনস্থ কর্মকর্তাদের ওপর চাপানোর চেষ্টা করেছে রিয়াদ সরকার। সৌদি রাজা সালমানও সাংবাদিক হত্যার ঘটনায় তার পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে রক্ষার জন্য একই কৌশল অবলম্বন করেছেন।
সৌদি গোয়েন্দা বিভাগের উপপ্রধানের পদ থেকে আহমাদ আল আসিরি ও রাজার আইন উপদেষ্টা সৌদ আল কাহতানিসহ আরো কয়েকজন কর্মকর্তাকে অপসারণের ঘটনাই এর প্রমাণ। তৃতীয়ত, আন্তর্জাতিক চাপ কমাতে সৌদি আরবের নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো সংস্কারের পদক্ষেপ নিয়েছেন দেশটির রাজা ও যুবরাজ। গত ২০ অক্টোবর সৌদি রাজা সালমান ওই সংস্কারের নির্দেশ দেন।
পর্যবেক্ষকরা বলছেন, আন্তর্জাতিক চাপ থেকে রেহাই পাওয়ার জন্য সৌদি রাজা সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এসব পদক্ষেপ বাস্তবতা থেকে পলায়নেরই নামান্তর মাত্র। কিন্তু আন্তর্জাতিক সমাজ বিশেষ করে অধিকাংশ দেশের নেতারা মনে করেন, যুবরাজ সালমানের নির্দেশে সাংবাদিক খাশোগিকে হত্যা করা হয়েছে। এ অবস্থায় যতই সৌদি আরবের গোয়েন্দা কাঠামোতে সংস্কার করা হোক না কেন- তাতে অবস্থার কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না।
নিউজওয়ান২৪/টিআর
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন