ঢাকা, ১৪ মে, ২০২৫
সর্বশেষ:

আজব মৃত্যুদণ্ড চাইলেন আসামি!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৭, ১১ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

প্রাণঘাতী ইনজেকশনে মৃত্যুদণ্ড না দিয়ে বৈদ্যুতিক চেয়ারে সাজা চেয়ে করা আপিলে জয়ী হয়েছেন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের দণ্ডিত এক আসামি। জোড়া খুনের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া এই আসামির দাবি, তার সাজা যাতে বৈদ্যুতিক চেয়ারের মাধ্যমে কতৃপক্ষ কার্যকর করুক।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তির নাম এডমান্ড জাগোরস্কি (৬৩)। সে দুই ব্যক্তিকে গলা কেটে হত্যার দায়ে ১৯৮৪ সালে এডমান্ডের মৃত্যুদণ্ডাদেশ হয়।

এদিকে আজ বৃহস্পতিবার এডমান্ডের মৃত্যুদণ্ড কার্যকরের দিন নির্ধারিত হয়েছিল। কিন্তু প্রাণঘাতী ইনজেকশনে তার মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করতে বুধবার আপিলে জয়ী হন তিনি।

এডমান্ড তার মৃত্যুদণ্ড বৈদ্যুতিক চেয়ারের মাধ্যমে কার্যকর করতে টেনেসির কারা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ এই অনুরোধ নাকচ করে দেন।  পরে এডমান্ডের আইনজীবীরা ফেডারেল আদালতে জরুরি আপিল করেন।

আদালতে এডমান্ডের আইনজীবীরা দাবি করেন, তাদের মক্কেলের মৃত্যুদণ্ড কার্যকরে বৈদ্যুতিক চেয়ার যাতে ব্যবহার করা হয়।

আপিল আদালত গতকাল বলেন, এডমান্ডের আপিল বিবেচনায় আসায় তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি স্থগিত থাকবে।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত