ঢাকা, ২১ মে, ২০২৫
সর্বশেষ:

আইএসের ভয়ঙ্কর `কনডম বোমা`!

নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক

প্রকাশিত: ০৯:১১, ২৪ অক্টোবর ২০১৭  

ফাইল ছবি

ফাইল ছবি

সম্প্রতি সুখোই-২৫ যুদ্ধবিমানের অব্যর্থ নিশানা জঙ্গিদের মারাত্মক ক্ষতি করেছে বলে দাবি মস্কোর। কিন্তু রুশ অভিযানে তারা যে বিন্দুমাত্র বিচলিত নয়, তা প্রমাণ করতেই যেন এবার নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছে আইএস।

জানা যায়, কনডমের মধ্যেই বিস্ফোরক ঠুসে এক নতুন ধরনের মারণাস্ত্র ব্যবহার শুরু করেছে আইএস। ইতিমধ্যেই সেই সংক্রান্ত একটি ভিডিও-ও প্রকাশ করা হয়েছে আইএসের পক্ষ থেকে। সেখানে দেখা যাচ্ছে, কনডমের আস্তরণে এক অদ্ভুত বোমা তৈরি করেছে জঙ্গিরা। এই বোমা আকাশ লক্ষ্য করে উৎক্ষেপণ তা প্রচণ্ড জোরে বিস্ফোরিত হচ্ছে। ভিডিওতে রাশিয়াকে আইএস হুমকি দিয়েছে, বিমান হামলা বন্ধ না করলে চরম মূল্যের জন্য প্রস্তুত থাকতে হবে পুতিন সরকারকে। 

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত