ঢাকা, ১৪ মে, ২০২৫
সর্বশেষ:

আইএসআইয়ের নতুন প্রধান লে. জেনারেল আসিম মনির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৮, ১০ অক্টোবর ২০১৮  

লেফটেন্যান্ট জেনারেল  আসিম মনির

লেফটেন্যান্ট জেনারেল  আসিম মনির

পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নতুন মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির। একই সঙ্গে সেনাবাহিনীর আরো কিছু পদে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার দেশটির সশস্ত্র বাহিনীর মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

আইএসআইয়ের প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মুখতার চলিত মাসেই অবসরে যান। তিনি ২০১৬ সালের ডিসেম্বর থেকে এ পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

এরপরই পাকিস্তানের নতুন আইএসআই-প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনিরকে বেছে নেয়া হলো। এছাড়াও চলতি বছরের মার্চ মাসে আসিম মনির ‘হিলাল-ই-ইমতিয়াজ’ পদক অর্জন করেছিলেন।

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত