ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫
সর্বশেষ:

অস্ত্রোপচারের ভয়ে ৯ তলা থেকে লাফ, এরপর যা ঘটলো...

প্রকাশিত: ০০:৫৪, ২৬ আগস্ট ২০২৫  

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নবম তলা থেকে লাফিয়ে পড়ে আহত হওয়ার পর মারা গেছেন এক রোগী। সোমবার ভোরে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

স্বজন ও হাসপাতাল সূত্রের বরাতে জানা যায়, লাফিয়ে পড়ে আহত হওয়া ফয়েজ আহমেদ নামের ওই রোগী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত ফয়েজ সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। অস্ত্রোপচারের ভয়ে রোববার রাতে নবম তলার সিঁড়ির জানালা দিয়ে লাফ দেন তিনি। পরে তাকে আইসিইউতে রাখা হয়। ভোররাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, মূত্রথলি ও মূত্রনালির সমস্যা নিয়ে ফয়েজ আহমেদ ভর্তি হয়েছিলেন। আজ তার অপারেশন হওয়ার কথা ছিল। সেই ভয়ে হাসপাতাল ভবনের নবম তলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন ওই রোগী। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

তবে এ বিষয়ে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের কারও বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত