অনুপ্রবেশ ঠেকাতে পাকিস্তান সীমান্তে ভারতের ‘লেজার ওয়াল’
বিশ্ব সংবাদ ডেস্ক

সীমান্তে বিএসএফর নজরদারি -ফাইল ফটো
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভারত তার চিরবৈরী পাকিস্তানের সীমান্ত বরাবর অত্যাধুনিক প্রতিরক্ষা কৌশল হিসেবে লেসার ওয়াল (অদৃশ্য আলোক রশ্নির দেয়াল) করেছে।
সম্প্রতি পাঠানকোট এয়ারবেসে ভয়াবহ জঙ্গি হামলার মতো ঘটনা ঠেকাতেই দিল্লির এই উদ্যোগ বলে জানা গেছে।
ভারত ও পাকিস্তানের প্রভাবশালী দুই মিডিয়া টাইমস অব ইন্ডিয়া এবং ডন জানায়, এরই মধ্যে আটটি লেজার প্রাচীর দাঁড় করিয়েছে ভারত।
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এক কর্মকর্তার বরাতে টাইমস অব ইন্ডিয়া আরও জানায়, দিনকয়েকের মধ্যেই এ ধরনের আরও চারটি লেজার প্রাচীর সচল করা হবে।
লেজার ওয়াল আপাত অদৃশ্য এমন এক নিরাপত্তা ব্যবস্থা যাতে করে এটি যেখানে স্থাপন করা হয় তাতে কোনো কিছু স্পর্শ করলে বা তাকে ভেদ করে যেতে চাইলে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বেজে ওঠে। একরঙা আলোক কৌশলনির্ভর এই নিরাপত্তা ব্যবস্থা সাধারণত খুবই স্পর্শকাতর আর গুরুতর স্থান বা বস্তুসমূহের নিরাপত্তায় ব্যবহার করা হয়ে থাকে। প্রসঙ্গত, লেজার কৌশলে জলাভূমি বেষ্টিত সীমান্ত অঞ্চলের নজরদারিও বেশ সহজ এবং ফলপ্রসূ।
জানা গেছে, পাকিস্তানের সঙ্গে সীমানার ৪০টি পয়েন্টে লেজার প্রচীর স্থাপন করবে ভারত, যেসব এলাকা কাঁটাতার বা অন্যকোনো প্রাচীর দিয়ে ঘেরা হয় নাই এবং যেসব স্থান সরাসরি পর্যবেক্ষণ করা দুরূহ। এসব উচ্চপ্রযুক্তির নিরাপত্তা প্রাচীরের দেখভাল ও নিয়ন্ত্রণ করবে বিএসএফ। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ এগিয়ে নিচ্ছে।
তবে বহুল আলোচিত বামিয়াল এলাকার উজ নদীর যেখান দিয়ে জইশ-ই-মুহম্মদের ছয় জঙ্গি ভারতে অনুপ্রবেশ করেছিল- অন্যতম সেই পয়েন্টটি এখনও লেজার ওয়ালের নিরাপত্তায় আনা হয়নি। গত নয় জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানকোট পরিদর্শনের সময় অবশ্য বিএসএফ সীমান্তের নাজুক ওই পয়েন্টটিতে অস্থায়ীভাবে লেজার ওয়াল নিরাপত্তা স্থাপন করেছিল।
পাঠানকোট বিমানঘাঁটিতে হামলাকারী জঙ্গিরা পাকিস্তান থেকে অবৈধভাব সীমানা অতিক্রম করে এসছিল বলে অভিযোগ ভারতের। ওই ঘটনায় এক বেসামরিক নাগরিকসহ সাত নিরাপত্তাকর্মী ও ভারতীয়দের পাল্টা হামলায় ছয় জঙ্গির সবাই নিহত হয়।
নিউজওয়ান২৪.কম/আরকে
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন