ঢাকা, ২৮ মার্চ, ২০২৪
সর্বশেষ:

অধ্যাপক আলী হোসেন হত্যা, ২ জনের ফাঁসি রায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০২, ২৯ নভেম্বর ২০১৮  

অধ্যাপক আলী হোসেন মালিক

অধ্যাপক আলী হোসেন মালিক


ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যাপক আলী হোসেন মালিক (৬৮) হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আল মামুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- গৃহকর্মী সায়েদ ফকির ওরফে সাইফুল এবং মো. সুজন। এছাড়া গাড়িচালক মাসুদ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ভাষানটেক থানাধীন বনানী ডিওএইচএস’র দুই নম্বর রোডের ৫৩/এ চতুর্থতলায় সৈয়দ গ্রুপের অফিসে আলী হোসেনকে হত্যা করা হয়। ২০১৬ সালের ১১ অক্টোবর এ ঘটনা ঘটে।

তিনি ওই অফিসের জেনারেল ম্যানেজার ছিলেন। ঘটনার পর নিহতের ছেলে মো. সিয়াম মালিক আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ওই আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। তদন্তকালে সাজাপ্রাপ্ত দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০১৭ সালের ১১ জুন আসামিদের বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেন আদালত। এ মামলায় মোট ২১ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত