সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতের প্রার্থী হলেন আপন দুই ভাই!
জেলা সংবাদদাতা
					বিএনপির প্রার্থী আলহাজ আজিজুর রহমান ও জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম-৪ আসনে বিরল এক রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। একই পরিবারের দুই ভাই এবার দুটি ভিন্ন রাজনৈতিক দলের প্রতীক নিয়ে ভোটযুদ্ধে উত্তাপ ছড়াচ্ছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে আলহাজ আজিজুর রহমান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন এবং ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। অন্যদিকে তাঁর ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন।
দুই ভাইয়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ইতিমধ্যে স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষত বিএনপি-জামায়াতের ঐতিহ্যগত ভোটভিত্তি থাকা এ আসনে পারিবারিকভাবে দুই দিকে বিভক্ত হওয়ায় নির্বাচনের সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।
বিএনপির মনোনীত প্রার্থী আজিজুর রহমান বলেন, আমি ২০১৮ সালে নির্বাচন করেছি, তখন আমার ভাই (জামায়াত প্রার্থী মোস্তাক) আমার কর্মী ছিল, এখন জামায়াতের প্রার্থী। তবে আমার বংশের সব চাচাতো ভাইয়েরা আমার পক্ষে, আমার দলীয় ভাইয়েরাও আমার পক্ষে।
যেহেতু আমার চেয়ারম্যান নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে সুতরাং জামায়াতে ইসলামী আমার ভাইকে প্রার্থী বানিয়ে কোনো প্রকার ফায়দা নিতে পারবে না, আমি জিতব। 
জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, আমার ভাই বিএনপির প্রার্থী, তাতে ভোটে কোনো প্রভাব পড়বে না। আমার কয়েকজন চাচাতো ভাই নির্বাচনে নীরব থাকবে, কোনো দিকেই যাবে না। কোনো দিকে গেলে আমার দিকেই আসবে।
আমি যেহেতু অনেক আগে থেকে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হয়েছি তাই মাঠ গুছিয়ে ফেলেছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। 
স্থানীয়রা বলছেন, একই পরিবারের দুই প্রার্থীর লড়াই ভোটারের আচরণে প্রভাব ফেলতে পারে এবং বিএনপি-জামায়াত ঘরানার ভোটে বিভাজনও তৈরি হতে পারে।
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
 - পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
 - পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
 - গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
 - টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
 - ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
 - সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
 - সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
 - আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
 - শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
 - নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
 - জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
 - ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
 - বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
 - ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত
 

	ডেটিং অ্যাপে প্রেম, বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ায় এলেন চীনের যুবক
	টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের
	চন্দ্রগ্রহণের সময় রাসুল (সা.) যে আমল করতেন
	রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে