ঢাকা, ২৪ মে, ২০২৫
সর্বশেষ:

পরমাণু অস্ত্রবাহী সাবমেরিনওয়ালা ষষ্ঠ দেশ এখন ভারত

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৯, ১৮ অক্টোবর ২০১৬   আপডেট: ০০:১১, ৩১ অক্টোবর ২০১৬

ভারত নিজের নৌসেনায় সাড়ে তিন হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম পরমাণু অস্ত্রসজ্জিত সাবমেরিন যুক্ত করেছে। মঙ্গলবার হিন্দি দৈনিক ভাস্কর.কম জানায়, ছয় হাজার টন ধারণ ক্ষমতার এমনি আরও দুটি সাবমেরিন তৈরি করছে তারা। একটি ভারতীয় টিভি চ্যানেলের খবরে জানানো হয়, গত আগস্টেই পরীক্ষামূলকভাবে সাবমেরিনটি নৌবাহিনীতে যুক্ত করা হয়।

অরিহন্ত নামের এই ডুবোজাহাজটি পানির নিচে এবং ওপরে থেকে মিসাইল ছুড়তে সক্ষম এবং পানির নিচ থেকে আকাশে থাকা বিমানকেও টার্গেট বানাতে পারবে।

সমর বিশেষজ্ঞদের মতে, এ ঘটনা এশিয়া বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চলে সামরিক ভারসাম্যে নয়া মাত্রা যোগ করবে। এতে যুক্ত কে-৪ ব্যালিস্টিক মিসাইল (সাড়ে তিন হাজার কিলোমিটার দূরের টার্গেটে আঘাত করতে সক্ষম) ছাড়াও আছে কে-১৫ বা বিও-৫ মডেলের স্বল্পপাল্লার মিসাইল, যা দিয়ে ৭০০ কিলোমিটারের মধ্যে থাকা টর্গেটে আঘাত করা যাবে।

দেশে তৈরি আইএনএস অরিহন্ত যুক্ত হওয়ার ফলে ভারতীয় নৌবাহিনী এখন দুনিয়ার ষষ্ঠ নৌবাহিনী হলো যাদের রয়েছে পরমাণূ অস্ত্রবাহী সাবমেরিন। এর আগে পর্যন্ত দুনিয়ার ‘পাঁচ সুপার পাওয়ার’ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও চীনের নিউক্লিয়ার সাবমেরিন ছিল।

এদিকে, নিউজ এক্স নামের টিভি চ্যানেলে প্রচারিত এ সংক্রান্ত সংবাদ বিষয়ে পিটিআই (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) জানায়, নৌ কর্তৃপক্ষ বিষয়টি একদিকে যেমন নিশ্চিত করেনি অপরদিকে অস্বীকারও করেনি।
তবে প্রকাশিত খবর মতে, গত আগস্টেই অনেকটা নিরবে-নিভৃতে নৌবাহিনীর কর্তৃত্বে পরমাণু ক্ষমতাসম্পন্ন ডুবোজাহাজটি হস্তান্তর করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে গত ফেব্রুয়ারিতে সরকারি সূত্রে জানা গিয়েছিল, আইএনএস অরিহন্ত ‘অপারেশনে যাওয়ার মতো’ প্রস্তুত অবস্থায় আছে। এরপর গত কখেমাস এর পরীক্ষামূলক পরিচালনা চলে।

ভারত অতি গোপনে পরমাণু অস্ত্র নিক্ষেপে সক্ষম সাবমেরিন তৈরি প্রকল্পটি শুরু করে কয়েক দশক আগে। অ্যাডভান্স টেকনোলজি ভেসেল (এটিভি) হিসেবে পরিচিত এই প্রকল্পের অধীনে আইএনএস অরিধমন নামে এ ধরনের দ্বিতীয় সাবমেরিনের নির্মাণও প্রায় অনেকটাই শেষের দিকে। ২০১৮ সালে এটা যুক্ত হবে নৌবহরে।

এদিকে, আইএনএস অরিহন্ত প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে চীন-পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর প্রতিক্রিয়া জানা যায়নি।

নিউজওয়ান২৪.কম/আরকে

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত