ঢাকা, ১০ মে, ২০২৫
সর্বশেষ:

টাকা-স্বর্ণে মোড়া দূর্গা প্রতিমা!

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮, ১৮ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতেই সনাতন ধর্মের উৎপত্তি। একটা প্রবাদ আছে, বারো মাসে তেরো পার্বণ। অর্থাৎ উৎসব লেগেই থাকে। সনাতন ধর্মের ক্ষেত্রেও তা-ই। প্রতিবছর মহা জাঁকজমক পরিবেশে তার পালন করেন দূর্গোৎসব। এবারো তার ব্যতিক্রম হয়নি।

পুজোর আকর্ষনীয়তাকে বাড়াতে নানা অভিনব পদ্ধতিতে মূর্তি বানানো বা সাজানো হয়। এবার এমনই এক আয়োজন করা হয়েছে দেশটির বিশাখাপত্তনমের ‘বাসবী শ্রী কন্যাকা পরমেশ্বরী’ নামের মন্দিরের মূর্তিতে। এ মূর্তির চারপাশ মোড়া হয়েছে টাকা দিয়ে।

দূর্গাপুজার দশদিনে মূর্তিকে দশ অবতারে সাজানো হয়। নবরাত্রির দিনেই মূর্তিকে মুড়ে দেয়া হয়েছিলো টাকা দিয়ে। মহালক্ষী অবতারকে টাকা আর স্বর্ণ দিয়ে সাজানো হয়। মূর্তিটিকে পরানো হয়েছে আট কেজি সোনার গয়না এবং সাড়ে চার কোটি টাকা দিয়ে তাকে মুড়ে ফেলা হয়।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত