ঢাকা, ১০ মে, ২০২৫
সর্বশেষ:

খাশোগি হত্যা: এরদোগানকে সৌদি বাদশাহ’র ফোন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮, ১৫ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হওয়ার বিষয়ে তুর্কী প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে কথা বলেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। 

রোববার রাতে দু'দেশের দুই নেতার সঙ্গে টেলিফোনে এ কথা হয় বলে তুর্কী প্রেসিডেন্ট দপ্তরের একটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

টেলিফোনালাপে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ রাজপরিবার বিরোধী খাশোগির নিখোঁজ হওয়ার ব্যাপারে তদন্ত করার জন্য দু’দেশের যৌথ ওয়ার্কিং কমিটি গঠনে সম্মত হওয়ায় এরদোগানকে ধন্যবাদ জানান সৌদি বাদশাহ। তিনি তুরস্ককে ভ্রাতৃপ্রতীম দেশ হিসেবে আখ্যায়িত করে বলেন, আঙ্কারার সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে চায় রিয়াদ। এ সময় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। 

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত