‘অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’
নিউজওয়ান২৪ ডেস্ক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের দাম বৃদ্ধির সুযোগে চালের দাম বাড়ানো অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।
টিপু মুনশি আরো বলেন, দেশে দিন দিন দূর্নীতি বাড়ছে। এটিকে আমাদের প্রতিরোধ করতে হবে। দূর্নীতিগ্রস্ত মানুষের হাতে দেশ চলে যাবে- এমন দেশ কখনো চাননি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা ভালো দেশ চাই, গণতান্ত্রিক পরিবেশ ও সুস্থ্য স্বাভাবিক জীবন চাই।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘ব্যবসা বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে অংশীজনদের ভূমিকা’ শীর্ষক রংপুর বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমলেও ডলারের দাম বৃদ্ধির কারণে দেশে এর সুবিধা পাওয়া যাচ্ছে না। নীতি-নৈতিকতাকে উপেক্ষা করে বড় পুঁজিওয়ালা ব্যবসায়ীরা মুনাফা ছাড়া আর কিছু দেখেন না। তাই ছোট পুঁজিওয়ালা ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে প্রতিযোগিতা কমিশনের আইনগুলো বাস্তবায়ন করা একান্ত প্রয়োজন। প্রতিযোগিতা কমিশনের আইন তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন হলে একজন ভোক্তা ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারবেন। অপরদিকে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে ছোট প্রতিষ্ঠানকে শাসন করাও বন্ধ হয়ে যাবে।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন-প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. এএফএম মনজুর কাদির, জিএম সালাহ উদ্দিন, নাসরিন বেগম, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। প্রতিযোগিতা কমিশনের এ আয়োজনে রংপুর বিভাগের ৮ জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন।
নিউজওয়ান২৪.কম/রাজ
- বিদ্যুৎ দিতে ব্যর্থ এমপিকে বেঁধে রাখলো গ্রামবাসী!
- তিল রহস্য!
- বিয়ের আসরে কনের সামনেই বরকে চুমু, অতঃপর...
- দক্ষ জনশক্তি: সৌদি বাওয়ানি গ্রুপ-সেনা কল্যাণ সমঝোতা প্রতিস্বাক্ষর
- `মোহাম্মদ` লেখা ভেড়া, ৩ কোটিতেও বেঁচবেন না মালিক!
- গরু ৩ কেজির বেশি মল ছাড়লেই মালিককে গাধার পিঠে চড়িয়ে শাস্তি!
- যেন `ভূত এফএম`-এর গল্প!
- ৫ হাজার ফুট উপর থেকে পড়েও জীবিত!
- প্লেনে পর্নো তারকার সঙ্গে অভিসার, কুয়েতি পাইলট সাসপেন্ড
- চীনের ‘নিজস্ব বিশ্বব্যাংক’ প্রস্তুত, মাথায় হাত যুক্তরাষ্ট্রের!
- বিশাল সম্পদের সন্ধান মিলল মরুভূমির নিচে!
- ইখওয়ান ধ্বংস করে দেয়া হবে: সিসি
- এলিফ্যান্ট সিমেন্ট ডিলারদের সঙ্গে এসকেএস কর্মকর্তাদের বৈঠক
- কনসলের নয়া প্রকল্প উদ্বোধন করলেন মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স
- গর্ভবতী ও প্রসূতিদের জন্য `প্রোফম`