ঢাকা, ০৫ মে, ২০২৫
সর্বশেষ:

মৌলভীবাজারে বজ্রপাতে দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০১, ৩১ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারে বজ্রপাতে সাদিয়া বেগম (১০) ও মুন্নী বেগম (৪) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে র কমলগঞ্জ উপজেলার পতনউষার মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। 

নিহত সাদিয়া ও মুন্নী পতনঊষার ইউনিয়নে উত্তর পতনউষার গ্রামের জুনেদ মিয়ার মেয়ে। তাদের মধ্যে সাদিয়া মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী বলে জানা যায়।

এ ঘটনায় একই এলাকার আখলুছ মিয়ার দুই মেয়ে নাহিদা বেগম (৬), তানিয়া বেগম (৪) গুরুতর আহত হয়েছে। তারা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত দুই বোনকে দাফনে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে বলেও জানান পতনউষার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ মল্লিক। 

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত