বিপুল পরিমাণ টাকা ও চেকসহ চট্টগ্রামের জেলার আটক
চট্টগ্রাম প্রতিনিধি

ফাইল ছবি
নগদ ৪৪ লাখ ৩৩ হাজার টাকা এবং এক কোটি ৩০ লাখ টাকার বিভিন্ন প্রতিষ্ঠানের চেক ও স্ত্রীর নামে দু’কোটি টাকার এফডিয়ারসহ চট্টগ্রামের জেলার সোহেল রানা বিশ্বাস আটক হয়েছেন। বাংলাদেশ রেলওয়ে পুলিশের ভৈরব স্টেশন তাকে আটক করে।
শুক্রবার দুপুর সোয়া একটার সময় চট্টগ্রাম থেকে ময়মংসিহগামী এক্সপ্রেসে তল্লশি চালানোর সময় রেলওয়ে পুলিশের জালে আটকরা পড়েন জেলার সোহেল রানা বিশ্বাস। তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার (তত্ত্বাবধায়ক) হিসেবে কর্মরত।
বাংলাদেশ রেলওয়ের ভৈরব জিআরপি থানার (রেল পুলিশ) অফিসার ইনচার্জ আবদুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্র জানায় গত ক’দিন ধরে ছুটিতে আছেন সোহেল বিশ্বাস।
এছাড়া এ বিপুল পরিমাণ নগদ টাকা, চেক, এফডিয়ার নিয়ে সোহেল বিশ্বাস কোথায় যাচ্ছিলেন সে বিষয়েও মুখ খুলছেন না বলে ভৈরব রেলওয়ে পুলিশ জানায়।
ওসি আবদুল মজিদ বলেন, প্রতিদিনের ন্যায় শুক্রবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানো হয়। ওই সময় জেলারের কাছে এসব পাওয়া যায়। আটকের পর পরিচয় দিয়ে ছুটে যাওয়ার চেষ্টা করেন তিনি।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এসব অর্থ নিয়ে চট্টগ্রাম থেকে নিজের গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ জানায়, জেলার সোহেল বিশ্বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা-মোকদ্দমা হয়নি।
নিউজওয়ান২৪/এমএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত
- ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়নি: শেখ হাসিনা