ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

পাকিস্তান সেনাবাহিনীর গান নকল করে ধরা বিজেপি এমপি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:৩৭, ১৫ এপ্রিল ২০১৯  

বিজেপি বিধায়ক রাজা সিং ও পাকিস্তান আইএসপিআর ডিজি    -ফাইল ফটো 

বিজেপি বিধায়ক রাজা সিং ও পাকিস্তান আইএসপিআর ডিজি    -ফাইল ফটো 

এবার পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের তৈরি একটি দেশাত্মবোধক গান নকল করার অভিযাগ উঠেছে ‘চিরশত্রু’ দেশ ভারতের শাসকদল বিজেপির এক এমপির বিরুদ্ধে। দেশাত্মবোধক ওই গানটি গত ২৩ মার্চ পাকিস্তান দিবস উপলক্ষ্যে দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং প্রস্তুত করে।

কিন্তু ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার আইসভার সদস্য রাজা সিং গানটি নকল করার কাণ্ড ঘটিয়েছেন। তিনি গত শুক্রবার সামাজিক মাধ্যম টুইটারে করা এক ঘোষণায় জানান, ১৪ ফেব্রুয়ারি (রবিবার) বসন্তকালীন সনাতন ধর্মীয় উৎসব রাম নবমীতে তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাঞ্জলী স্বরূপ একটি নতুন গান প্রকাশ করবেন।

চৌকিদার রাজা সিং নামের ওই টুইটার অ্যাকাউন্টের হ্যান্ডেলে করা টুইটের সঙ্গে বিজেপি আইন প্রণেতার একটি ভিডিও লিঙ্ক প্রকাশ করা হয় যাতে দেখা যায় তিনি রেকর্ডিং স্টুডিওতে গান গাচ্ছেন। তবে তার ওই গানটির সুর আর কথা প্রায় হুবহু মিলে যায় পাকিস্তান দিবসকে সামনে রেখে পাকিস্তান আইএসপিআর-এর করা গানের সঙ্গে। ওই গানটি গেয়েছিলেন পাকিস্তানি গায়ক শাহির আলি বাগ্গা। বিজেপি আইনপ্রণেতার করা গানটিতে শুধু পাকিস্তানি গানের পাকিস্তান জিন্দাবাদের স্থলে বলা হয়েছে হিন্দুস্থান জিন্দাবাদ।

এদিকে, পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর প্রতিবেশি দেশের আইনপ্রণেতার এমনকীর্তির প্রতিক্রিয়া জানিয়েছেন রসালো কায়দায়। তিনি তার নিজের টুইটার অ্যাকাউন্টে রাজা সিংকে উদ্দেশ্য করে বলেন, খুশি হলাম যে আপনি নকল করেছেন। তবে একইসঙ্গে সত্য বলাটাও নকল করুন, অনুগ্রহ করে। 

এ পাকিস্তানি সাংবাদিক হামিদ মির বিজেপি এমএলএ’র এই কাণ্ডকে নকল মানতে নারাজ। তিনি একে সরাসরি চুরি বলছেন। তার মতে সিং সাহেবের নলবাজির মানও ভাল নয়- তা ছিল আকর্ষণহীন।

পকিস্তানি উপস্থাপক ফারিহা সিদ্দিক অবশ্য খুব অবাক হয়ে প্রশ্ন করেছেন ভারতে বিশালতর এক মিউজিক ইন্ডাস্ট্রি থাকা সত্ত্বেও বিজেপি বিধায়ক কেন আরো মৌলিক কিছু উৎপন্ন করতে পারলেন না। 

প্রসঙ্গত, উল্টাপাল্টা আচরণের জন্য রাজা সিংয়ের বদনাম আছে। উস্কানিমূলক ঘৃণাত্মক বক্তব্য দিয়ে উত্তেজনা সৃষ্টির জন্য বিজেপির এই এমএলএ রাজনীতির মাঠে পরিচিত। তবে গত বছর তার এমনি এক বিদ্বেষাত্মক মন্তব্য আলোড়ন তুলেছিল। তিনি বলেছিলেন, যদি আসামে “অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিরা’ প্রদেশ ছেড়ে না যায় তবে তাদের গুলি করবেন তিনি। রাজা সিং প্রকাশ্য ভিডিওতে গুজরাটে দলিত সম্পদ্রায়ের ওপর হামলা নির্যাতন চালানোর ঘটনারও প্রশংসা করেন।

প্রসঙ্গত, ভারতে চলমান লোকসভা নির্বাচনকে ঘিরে নানান বোলচালে রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত। ক্ষমতাসীন বিজেপি ও তার মিত্ররা আর বিরোধী কংগ্রেস ও অন্যরা নানাভাবে ছেষ্টা করছে জনগণের রায় নিজেদের পক্ষে আনার জন্য। এরইমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভোটার টানতে সেনাবাহিনী প্রসঙ্গে দেশবাসীর আবেগকে নিয়ে রাজনীতি করার জন্য। স্ক্রল.ইন, ডন.কম, গুগলনিউজ 

নিউজওয়ান২৪.কম/আরকে  

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত