ঢাকা, ০১ মে, ২০২৫
সর্বশেষ:

খারাপ আত্না থেকে রেহাই পেতে বেত্রাঘাতের যন্ত্রণা!

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৮:৪১, ৫ নভেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুসংস্কার নামের এ বাক্যটি এখনো বিরাজোমান। আর এ বাক্যের মায়াজালে পড়েছে ভারতের পাঞ্জাব প্রদেশ। কেননা সেখানো এখনো খারাপ আত্না থেকে রেহাই পেতে মানুষ নিজের শরীরকে কষ্ট দেয়। আর সেটি চাবুকের আঘাত সহ্য করে।

ভারতের তামিল নাড়ুতে এমন ঘটনা ঘটে। এ তালিকায় বেশি রেয়েছেন মহিলা এবং কম বয়সী মেয়েরা। আর সেখানকার পাঁচ হাজারেরও বেশি পুরোহিত তাদের মনে এমন চিন্তা ঢুকিয়ে দিয়েছেন যে, এভাবে এই আঘাতেই তাদের কাছ থেকে অশুভ আত্না দূর হওয়াসহ তারা রোগ মুক্তি পাবে। 

শুধুমাত্র হিন্দুদের বিজয় দশমী অনুষ্ঠানের সময় এই প্রথা পালিত হয়। তার মহিলা এবং তরুণীরাও নিজের উপর থেকে খারাপ আত্না ছাড়ানোর জন্য এই দিনেরই অপেক্ষা করে থাকেনে। 

প্রথার নিয়ম অনুযায়ী এ সময় মহিলা এবং তরুণীরা হাটু গেড়ে মাটিতে মাথা লাগিয়ে বসে থাকেন। আর যখন পুরোহিত আসে তখন অন্য একজন তাদের হাত উপরে তুলে ধরেন। এরপরেই পুরোহিতরা তাদের হাতের মধ্যে চাবুক দিয়ে আঘাত করেন এবং আঘাতপ্রাপ্ত তরুণীরা বিশ্বাস করেন পুরোহিতদের এই আঘাতই তাদের যে কোন অসুভ নজর থেকে মুক্ত করে দিলো। 
 
এমন প্রথাটি তামিলনাড়ুর তিরুচি ও নমাক্কল জেলার সীমান্তে অবস্থিত একটি দূরবর্তী গ্রাম বভিথ্রম ভেলালপট্টির প্রাচীন শ্রী আচাপান মন্দিরে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত একজন বলেন, একটি বেত্রাঘাত তাদের অসুস্থতা, ব্যথা এবং অন্যান্য অসুস্থতার প্রতিকার করতে পারে।

এর আগে এক নব বিবাহিত মহিলা এখানে এসেছিলো। কেননা তার শ্বশুর মনে করে তার উপর নাকি অশুভ আত্নার আছড় হয়েছিলো এবং তিনি বাড়িতে অস্বাভাবিক আচরণ করতেন। পরে সে মহিলা পুরোহিতদের বেত্রাঘাত নিয়ে বাড়ি ফিরলে এখন পুরো সুস্থ আছেন বলে জানান তার পরিবার। 

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত