সৌদির সাংবাদিক তুরস্কে নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত
তুরস্কের ইস্তাম্বুল থেকে এক সৌদি সাংবাদিক নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার বিকেলে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট পরিদর্শনের পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি।
জামাল খাশোগগি নামের ওই সৌদি সাংবাদিক মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতেন। নিজ দেশের নীতিমালার কঠোর সমালোচক ছিলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।
মঙ্গলবার ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন জামাল খাশোগগি। তার হবু স্ত্রীও সঙ্গে ছিলেন, কিন্তু তাকে খাশোগগির সঙ্গে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। কনস্যুলেটে প্রবেশের আগে খাশোগগিকে মোবাইল ফোনও রেখে যেতে হয়েছে। অনেক দূতাবাস ও কনস্যুলেটে মোবাইল ফোন রেখে যাওয়ার রীতি অনুসরণ করা হয়।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, একটি বিয়ের লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে কনস্যুলেটে গিয়েছিলেন খাশোগগি। কিন্তু তারপর থেকে তার আর হদিস মিলছে না। ওয়াশিংটন পোস্ট কর্তৃপক্ষ বলছে, ‘আমরা জানি না তাকে আটক করা হয়েছে কিনা, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিনা কিংবা তাকে কখন ছাড়া হবে।’
খাশোগগির হবু স্ত্রীর দাবি, তিনি কনস্যুলেট বন্ধ হওয়া পর্যন্ত বাইরে অপেক্ষা করেছেন, কিন্তু তখন পর্যন্ত খাশোগগি বের হয়ে আসেননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, আমি জানি না কী ঘটছে। জানি না ও (খাশোগগি) ভেতরে আছে নাকি তারা ওকে অন্য কোথাও নিয়ে গেছে।
তুরান কিসলাকচি নামে খাশোগগির এক বন্ধু ওয়াশিংটন পোস্টকে বলেন, পুলিশকে এ ব্যাপারে জানানো হয়েছে এবং মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খাশোগগির কোনও সন্ধান মেলেনি। তুরান বলেন, আমার শতভাগ বিশ্বাস, ও ভেতরেই আছে।
যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা জামাল খাশোগগি সৌদি সরকারের কঠোর সমালোচক। বিশেস করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কার পরিকল্পনার বিরোধী তিনি। এক সময় সংবাদপত্র আল ওয়াতানের সম্পাদক হিসেবে নিয়োজিত ছিলেন তিনি। কাজ করেছেন একটি সৌদি টেলিভিশন চ্যানেলেও। ওয়াশিংটন পোস্ট ছাড়াও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সৌদি আরব ও মধ্যপ্রাচ্যবিষয়ক অনুষ্ঠানগুলোতে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেন তিনি। সৌদি রাজপরিবারের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন খাশোগগি।
নিউজওয়ান২৪/এমএস
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন