ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:

সেবক হত্যা: ভারতীয় ডেপুটি হাইকমিশনার পাবনা যাচ্ছেন

জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৭:৩৫, ১০ জুন ২০১৬   আপডেট: ১৭:৩৯, ১২ জুন ২০১৬

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম (ইনসেটে নিত্যরঞ্জন পাণ্ডে)   -ফাইল ফটো

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম (ইনসেটে নিত্যরঞ্জন পাণ্ডে) -ফাইল ফটো

পাবনা: জেলার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে হত্যার ঘটনায় সরেজমিন পরিদর্শনে পাবনার পথে রওনা হয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং ভারতীয় ডেপুটি হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়।

পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুন্সি মোহাম্মদ মনিরুজ্জামান শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করে জানান, ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকা থেকে এবং ভারতীয় ডেপুটি হাইকমিশনার রাজশাহী থেকে পাবনায় যাচ্ছেন। তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন।

প্রসঙ্গত, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা আশ্রম এলাকায় সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহত নিত্যরঞ্জন পাণ্ডে গোপালগঞ্জ সদরের আরুয়া কংশুর এলাকার মৃত রশিক লাল পাণ্ডের ছেলে। তিনি প্রায় ৪০ বছর ধরে পাবনার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমে সেবক হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাবনায় একই থাকতেন। তার স্ত্রী-সন্তানরা সবাই গোপালগঞ্জে থাকেন। মাঝেমধ্যে তারা পাবনায় বেড়াতে আসতেন।

এদিকে, এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যৌথভাবে আজ দুপুরে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

দেশের বিভিন্ন স্থানে একই কায়দায় কয়েকটি গুপ্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে পাবনার সেবক হত্যায় মিল রয়েছে উল্লেখ করে পাবনার পুলিশ সুপার আলমগীর কবির জানান, আমরা টার্গেট কিলিং, জঙ্গি সংশ্লিষ্টতা, জামায়াত-শিবিরের যোগসুত্র, আশ্রমের অভ্যন্তরীন বিরোধসহ বেশকিছু বিষয় মাথায় রেখে তদন্ত করছি। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা জড়িতদের সনাক্ত করতে মাঠে নেমেছে। আশা করছি দ্রুতই এই হত্যার ক্লু উদঘাটন করতে পারবো।

নিউজওয়ান২৪.কম/এসআর/এসএল

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত