ঢাকা, ১০ মে, ২০২৫
সর্বশেষ:

শিশু জয়নাব ধর্ষণ-হত্যা : ইমরানের ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৭, ১৭ অক্টোবর ২০১৮  


চলতি বছরের জানুয়ারীতে পাকিস্তানে জয়নাব নামে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়।  এ ঘটনায় সাজাপ্রাপ্ত ইমরান আলির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বুধবার (১৭ আক্টোবর) সকালে তাকে লাহোরের কট লাখপাত কারাগারে ফাঁসিতে ঝোলানো হয়। 

জানা গেছে, ইমরানের মৃত্যুদণ্ড কার্যকর করার সময় জয়নাবের বাবা ও চাচা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের ৪ জানুয়ারি ক্লাস শেষে ফেরার পথে নিখোঁজ হয় শিশু জয়নাব আনসারি। ৯ জানুয়ারি তার মরদেহ শহরের একটি আবর্জনার স্তুপে পাওয়া যায়। ময়নাতদন্তের প্রতিবেদনে পুলিশ নিশ্চিত হয়, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।

এরপর এই ঘটনার প্রতিবাদে পাকিস্তানজুড়ে শুরু হয় গণবিক্ষোভ। 

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত