ঢাকা, ০১ আগস্ট, ২০২৫
সর্বশেষ:

শামীম ওসমানের নির্বাচনী ক্যাম্পে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৩, ২৫ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় শামীম ওসমানের একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্যাম্পের চেয়ার টেবিল ও পোস্টার পুড়ে ছাই হয়ে যায়। আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার ভোর রাতে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের মধ্য রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন জানান, ভোর রাতে দুর্বৃত্তরা কেরোসিন তেল ঢেলে আমাদের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে। আগুনের লেলিহান শিখা অন্তত ৪০/৫০ ফুট উচুতে উঠেছিল। 

এতে ক্যাম্পের ভিতরে থাকা চেয়ার টেবিলসহ বিপুল পরিমানের পোস্টার পুড়ে ছাই হয়েগেছে। আগুনের তাপে আশাপাশের লোকজন ঘুম থেকে উঠে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করেছে। এরপর ক্যাম্পের চারপাশে আমরা কেরোসিনের গন্ধ পেয়েছি। এতে ধারণা করছি হামলাকারীরা কেরোসিন দিয়ে আগুন দিয়েছে। থানায় খবর দিয়েছি।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
অসম্পাদিত বিভাগের সর্বাধিক পঠিত