ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:

লোহার পাইপ দিয়ে জেলারের মাথা ফাটালেন কয়েদি!

জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০০:৪৮, ২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ১০:৪৯, ২ ডিসেম্বর ২০১৬

সিলেট: সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈনের মাথা ফাটিয়ে দিয়েছেন এক কয়েদি। বৃহস্পতিবার সকালের এ ঘটনায় আহত মাসুদ পারভেজ মঈনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সিনিয়র জেল সুপার ছগির মিয়া জানান, ঘটনার সময় একটি লোহার পাইপ দিয়ে জেলারের মাথায় আঘাত করেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি প্রমোদ চন্দ্র দাস (কয়েদী নম্বর ৯২০৪)।

কারাগার সূত্র জানায়, প্রতিদিনের মতো জেলার মাসুদ পারভেজ মঈন কারাগারের প্রধান ফটকের কাছে কেস ডেস্কে বসে বন্দীদের হিসেব করছিলেন। এসময় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রমোদ চন্দ্র দাসও অন্যান্য কয়েদিদের মতো লাইনে বসা ছিল। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে ওই কয়েদি প্রধান কারারক্ষী ও গোয়েন্দা প্রধান মাসুদ পারভেজ মঈনের মাথায় একটি লোহার পাইপ দিয়ে আঘাত করেন। সাথে সাথে কারক্ষীরা এগিয়ে এসে মাসুদ পারভেজ মঈনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

কয়েদির হাতে লোহার পাইপ কোথা থেকে এল তা জানা যায়নি। এছাড়া কী কারণে এমন ঘটনা ঘটালো একজন কয়েদি তাও জানা যায়নি।

ঘটনার পর প্রমোদ চন্দ্রকে আটক করে কারাগারের সেলে রাখা হয়। অপরদিকে, আহত জেলার মঈনের মাথায় ৭টি সেলাই দেওয়া হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় প্রমোদের। ২০০৪ সালের ১৯ মে থেকে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন।

হামলার ঘটনায় ডেপুটি জেলার নুর মোহাম্মদ সোহেল বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় প্রমোদ চন্দ্রের বিরুদ্ধ মামলা করেছেন।

নিউজওয়ান২৪.কম/এসএ

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত