ঢাকা, ২৪ মে, ২০২৫
সর্বশেষ:

লোভী বিশ্বাসী হওয়ার থেকে নাস্তিক হওয়া ভাল : পোপ ফ্রান্সিস

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১২:১১, ২৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ১২:১৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

মনে লোভ রেখে বিশ্বাসী হওয়ার থেকে একজন নাস্তিক হওয়া ভাল বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। বৃহস্পতিবার রোমে তিনি বলেন, যে লোভের কারণে `বাজে` কাজ করে, তার নিজেকে বিশ্বাসী বলা উচিত নয়।
 
ভেটিকেন রেডিওতে প্রচারিত সকালের আলোচনায় পোপ বলেন, অনেক খ্রিস্টানই এমন এবং তাদের কারণে অন্য খ্রিস্টানদের বদনাম হয়। আমরা ভাল কথা কতবার শুনে থাকি? আমাদের প্রতিবেশীদের সঙ্গে বা বাহিরে তার কতটুকু পালন করি? তাই এমন ক্যাথলিক হওয়ার থেকে নাস্তিক হয়ে যাওয়া ভাল।
 
এ সময় তিনি ভুল বা মিথ্যা তথ্য প্রদানের থেকে সকলতে বিরত থাকতে বলেন। পোপ বলেন, `স্ক্যান্ডেল` কি? এটা হল একটি ঘটনা ঘটা এবং তার অন্য কোন তথ্য প্রদান করা। ক্যাথলিকদের জন্য তা বড় পাপ। আর প্রতিবেশীদের সঙ্গে মেশার সময় এমন পাপ করার সময় যারা ভাবে না তারা কিভাবে বিশ্বাসী হতে পারে?

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত