ঢাকা, ২৩ মে, ২০২৫
সর্বশেষ:

লিবিয়া উপকূলে অভিবাসী নৌডুবে নারী ও শিশুসহ ৮০ জন নিখোঁজ

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ০০:৩৯, ৯ মে ২০১৭  

লিবিয়া উপকুলের অদূরে অভিবাসী বহনকারী এক নৌকাডুবির ঘটনায় নারী ও শিশুসহ ৮০ জন নিখোঁজ রয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে এমনটি জানানো হয়েছে।

এ ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা জাতিসংঘের শরণার্থী সংস্থাকে সোমবার সর্বশেষ সংঘটিত দুর্ঘটনার বিবরণ দেন।

শুক্রবার মোট ১৩২ জন যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা করার কয়েক ঘণ্টা পর ডুবতে শুরু করে। একটি বাণিজ্যিক জাহাজ মাত্র ৫০ জন যাত্রীকে পানি থেকে উঠিয়ে নেয় এবং তাদেরকে রোববার সিসিলিতে পৌঁছে দেয়।
 
এ ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি। এএফপি।

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত