ঢাকা, ২৫ মে, ২০২৫
সর্বশেষ:

লাদেন হত্যাকারী সিআইএ কর্মকর্তাকে বিষ দিয়েছিল আইএসআই!

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮, ৭ মে ২০১৬   আপডেট: ০১:১৪, ২১ মে ২০১৬

লাদেন হত্যার প্রতিশোধ নিতে ওই হত্যা অভিযানে নেতৃত্বদানকারী সিআইএ কর্মকর্তাকে বিষ দিয়ে হত্যার চেষ্টা করেছিল আইএসআই। মার্কিন গুপ্তচর সংস্থাটির এই সন্দেহের কথা জানা গেছে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে।  

২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন সিল কমান্ডোদের অভিযানে নিহত হন জঙ্গিগোষ্ঠী আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। ওই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন পাকিস্তানে নিআইএর তৎকালীন স্টেশন চিফ মার্ক কেল্টন। এ ঘটনার মাস দুয়েক পরে কেল্টন মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। অবস্থা এমন হয় যে তাকে ইসলামাবাদ থেকে সরিয়ে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র।

 

সম্প্রতি ওই ঘটনার ওপর এক বিশেষ অনুসন্ধানী রিপোর্ট করেছে ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়, অসুস্থতাজনিত কারণে ইসলামাবাদ থেকে ফেরার পর মার্ক কেল্টন (৫৯) সিআই থেকে অবসরে যান। অসুস্থতা থেকে বাঁচতে শেষ পর্যন্ত পেটে অপারেশন করাতে হয় সিআইএ স্টেশন চিফ কেল্টনের।

 

এ ঘটনার আগপাশতলা বিশ্লেষণ করে কারণ অনুসন্ধান করেছে সিআইএ কর্তৃপক্ষ। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, যদিও অকাট্য প্রমাণ নেই, তারপরও ল্যাংলির সাবেক ও বর্তমান কর্মকর্তারা মনে করছেন, কেল্টনকে বিষ দেওয়ার পেছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইর কোনো না কোনো রকমের সংশ্লিষ্টতা আছে।

 

এ বিষয়ে ওয়াশিংটন পোস্ট কেল্টনের ইন্টারভিউ নিতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়। তবে টেলিফোনে কেল্টন জানিয়েছেন, তার ওই অসুস্থতার কারণ নিশ্চিত করে কখনোই জানা যায়নি। তবে তাকে ‘বিষ দেওয়া হয়েছিল’- এমন সন্দেহ তিনি ছাড়া অন্যরাও করছেন।

এদিকে, ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে ওই প্রতিবেদনের। দূতাবাসের একজন কর্মকর্তা ওই প্রতিবেদনকে মনগড়া বলে অভিহিত করেন। আইবিটাইমস

 

নিউজওয়ান২৪.কম/এসএল      

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত