ঢাকা, ০২ নভেম্বর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

রাষ্ট্রপতির কাছে যাবে সুপ্রিমকোর্ট বার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৮, ১৫ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে অভিনন্দন ও স্বাগত জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখার আহ্বান জানাতে রাষ্ট্রপতির কাছে যাবে তারা।

সোমবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিনন্দন জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি অতীতে বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও গণতন্ত্র উদ্ধারে আন্দোলন করে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে সহায়ক ভূমিকা পালন করেছে।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে।

এ জন্য সারাদেশের আইনজীবীদের সম্পৃক্ত করার কথাও ভাবছে তারা।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত