ঢাকা, ২৫ মে, ২০২৫
সর্বশেষ:

রাজধানীতে এটিএম কার্ড জালিয়াতি, আটক ১১

অপরাধ ডেস্ক

প্রকাশিত: ১৩:১০, ১৫ মার্চ ২০১৭  

রাজধানীতে আন্তর্জাতিক এটিএম কার্ড জালিয়াত চক্রের ১১ সদস্যকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান জানান, চক্রটি এটিএম কার্ড জালিয়াতি করে গ্রাহকের টাকা লুটে নিতো। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর সদস্যরা রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

তিনি আরও জানান, এসময় তাদের সঙ্গে থাকা বিপুল সংখ্যক জাল এটিএম কার্ড ও কার্ড তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

এব্যাপারে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত