ঢাকা, ২৪ মে, ২০২৫
সর্বশেষ:

মিয়ানমার-চীন সীমান্তে সহিংসতায় নিহত ১৬০

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৮, ১ মার্চ ২০১৭   আপডেট: ১৩:৪২, ২ মার্চ ২০১৭

মিয়ানমারের চীন সীমান্ত সংলগ্ন অঙ্গরাজ্যে সামরিক বাহিনী সঙ্গে  জাতিগত সশস্ত্র গ্রুপগুলোর চলা সংঘাতে কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছেন। নভেম্বর থেকে শুরু হওয়া লড়াইয়ে কমপক্ষে ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
 
মঙ্গলবার বিদ্রোহীদের সঙ্গে পুনরায় শান্তি আলোচনা শুরুর পদক্ষেপ নেয়ার মধ্যে মিয়ানমার সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ মিয়া তুন ও সাংবাদিকদের এসব তথ্য দেন। তিনি বলেন, গত তিন মাসে সংঘর্ষে ৭৪ জন সেনা, ১৩ জন সরকারি মিলিশিয়া, ১৫ জন পুলিশ ও ১৩ বেসামরিক নিহত হয়েছে। এছাড়া বিদ্রোহী নিহত হয়েছে ৪৫ জন এবং গ্রেফতার হয়েছে আরো চার জন। এছাড়া তিনি আরো শত শত বিদ্রোহী নিহত হয়েছে বলে অনুমান প্রকাশ করেন।
 
মিয়ানমারের সীমান্ত এলাকায় কয়েক দশক ধরে চলা সহিংসতা বন্ধে শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। এর আগে বিদ্রোহী গোষ্ঠীগুলো জানায়, তারা সরকার-সমর্থিত যুদ্ধবিরতি চুক্তিতে কখনই স্বাক্ষর করবে না। এএফপি।

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত