মালয়েশিয়ায় সৌদি বাদশাহ সালমানকে হত্যার ষড়যন্ত্র!
বিশ্ব সংবাদ ডেস্ক

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে হত্যার একটি ষড়যন্ত্র নস্যাৎ করার দাবি করেছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় এক মাসের বিদেশ সফরের অংশ হিসেবে সৌদি বাদশাহ সালমান গত মাসের ২৬ তারিখে মালয়েশিয়ায় যান। মালয়েশিয়ার পুলিশের বরাত দিয়ে রয়টার্সের এক খবরে এ কথা বলা হয়েছে।
চার দিনের সফর শেষে তিনি চলে যান পাশের দেশ ইন্দোনেশিয়ায়। মালয়েশিয়া ছেড়ে যাওয়ার পর দেশটির পুলিশ দাবি করেছে যে, সৌদি বাদশাহকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিলো। কিন্তু আগেভাগেই তারা সেই যড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে।
পুলিশের দাবি অনুযায়ী, এই ষড়যন্ত্রের সাথে জড়িত সন্দেহে ছয় জন বিদেশি নাগরিকসহ সাতজনকে আটক করা হয়েছে। ২১ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে চার জন ইয়েমেনের নাগরিক। মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর বলেন, এই চার ইয়েমেনি কুয়ালালামপুরে সৌদি রাজপরিবারের ওপর হামলার পরিকল্পনা করেছিলো।
গাড়ি বোমা হামলা চালানোর মাধ্যমে ব্যাপক নাশকতার পরিকল্পনা করেছিলো তাদের। ওই চার জন ইয়েমেনের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুতির সাথে জড়িত। তাদেরকে রাজধানী কুয়ালালামপুরের কাছেই দুটো এলাকা থেকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে বিভিন্ন দেশের পাসপোর্ট এবং ৬০ হাজার ডলার মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে। আটক বাকি তিন জন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পূর্ব এশিয়ার একটি দেশের নাগরিক।
এদের সঙ্গে মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী আইএসের সম্পৃক্ততা আছে বলে সন্দেহ করা হচ্ছে। বাদশাহ সালমানকে হত্যার কথিত এই ষড়যন্ত্র সম্পর্কে সৌদি আরবের কাছ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে মালয়েশিয়া সফর করেন বাদশাহ সালমান।
নিউজওয়ান২৪.কম
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন