মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পদত্যাগ
ডেস্ক রিপোর্ট

ফাইল ফটো
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেছেন ড. মাহাথির মোহাম্মদ। আজ সোমবার আল জাজিরা জানায়,মালয়েশীয় রাজার কাছে তিনি তার পদত্যাগপত্র পেশ করেছেন।
আল জাজিরা জানায়, শুধু দুই লাইনের দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, কুয়ালালামপুরের স্থানীয় সময় দুপুর একটায় তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন দেশের রাজা সুলতান আব্দুল্লাহ অব পাহাংয়ের কাছে।
রয়টার্স জানিয়েছে, মাহাথিরের পদত্যাগের সঙ্গে সঙ্গে তার রাজনৈতিক দলের সদস্যরাও বেরসাতু দেশটির ক্ষমতাসীণ পাকাতান হারাপান (আশাবাদী জোট) সরকার থেকে ত্যাগ করেছে।
পর্যবেক্ষকরা মনে করছেন, ক্ষমতাসীন জোটের মধ্যে গত এক সপ্তাহ ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার জের ধরে মাহাথিরের এই সিদ্ধান্ত নিলেন। দেশটির অপেক্ষমান (পরবর্তী) প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বঞ্চিত করতে মাহাথিরের দল নয়া সরকার গঠন করতে যাচ্ছে বলে গতকাল রবিবার গুজব ছড়িয়ে পড়ে। এরপর আজ সোমবার মাহাথির পদত্যাগ করলেন।
দেশটির শীর্ষ দুই রাজনৈতিক ব্যক্তিত্ব বর্তমানে ৯৪ বছর বয়স্ক মাহাথির মোহাম্মদ ও তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী এবং একইসঙ্গে প্রতিপক্ষ ৭২ বছর বয়সী আনোয়ার ইব্রাহিমের মধ্যে চলমান দীর্ঘ রাজনৈতিক টানাপড়েনের সর্বশেষ অঙ্ক প্রকাশ পেল আজকের এই পদত্যাগের মধ্য দিয়ে।
ধারণা করা হচ্ছে পুরনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বন্দ্বের জের ধরেই বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার সবচেয়ে আলোচিত এই রাজনৈতিক ব্যক্তিত্ব সময়ের আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় বিদায় নিলেন।
২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে একজোট হয়েছিলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও তার সাবেক ডেপুটি আনোয়ার ইব্রাহিম। নাজিব রাজাকের নেতাত্বাধীন বারিসান ন্যাশনাল কোয়ালিশন জোটের বিরুদ্ধে মাহাথির-আনোয়ার জোট চমকপ্রদ বিজয় অর্জন করে ক্ষমতায় বসে। তখন জোটে সিদ্ধান্ত হয়- মেয়াদের প্রথম অর্ধের জন্য মাহাথির এবং দ্বিতীয় অর্ধের জন্য আনোয়ার প্রধানমন্ত্রী হবেন। সে মোতাবেক মাহাথির দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন।
কমে আসছিল জোটের জনপ্রিয়তা
প্রসঙ্গত, কিছুদিন আগে প্রধানমন্ত্রী মাহাথির জানান যে প্রতিশ্রুতি মোতাবেক আগামী নভেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় অ্যাপেকের শীর্ষ সম্মেলনের পরপরই পদত্যাগ করে আনোয়ার ইব্রাহীমকে তার স্থলাভিষিক্ত করবেন তিনি। কিন্তু চারদলীয় পাকাতান হারাপান জোটের অন্য নেতারা আনোয়ার ইব্রাহীমের কাছে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতায় নামেন। এ কারণে গত কয়েকদিন ধরে জোটের অন্য রাজনৈতিক দলের নেতারা দফায় দফায় বৈঠক করে আনোয়ার ইব্রাহীমের প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে নতুন জোট গড়ার পরিকল্পনা করেন।
ক্ষমতাসীন জোট যেমন অভ্যন্তরীনভাবে বিবাদ বিসম্বাদে জড়িয়ে পড়ে তেমনি ভোটারদের কাছেও তাদের জনপ্রিয়তো কমে আসছিল। এর প্রমাণ হচ্ছে সম্প্রতি দেশটিতে অনুষ্ঠিত পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন জোটের মনোনীত প্রার্থীরা হেরে যান। এমন বাস্তবতায় জোটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়। এমনকি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জোট সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আজমিন আলীর বিভেদ দেখা দেয়।
১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। তার ডেপুটি আনোয়ার ইব্রাহিমকে ১৯৯৮ সালে বরখাস্ত করেন মাহাথির। মালয়েশিয়ার তখনকার অর্থনৈতিক সংকট মোকাবিলার কৌশল নিয়ে দুই নেততায় মতবিরোধ দেখা দেয়ার জের ধরে আনোয়ারকে সরিয়ে দেয়া হয়। পরে সমকামীতার অভিযোগ এনে আনোয়ারকে কারাগারে পাঠানো হয়। তবে আনোয়র বরাবরই অভিযোগ অস্বীকার করে দাবি করেন যে তিনি রাজনৈতিক গুঁটিবাজীর শিকার হয়েছেন।
নিউজওয়ান২৪/এসএম
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন