ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ:

মার্কিন বিমান হামলায় লিবিয়ায় নিহত ১১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:০১, ২ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

আফ্রিকার লিবিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হছেন।

মার্কিন আফ্রিকান কমান্ডের দাবি, নিহতরা সবাই আল-কায়েদা সদস্য ছিলেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

২০১১ সালে মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর ত্রিপোলিতে জাতিসংঘের সমর্থনে একটি মনোনীত সরকার রয়েছে। ওই কর্তৃপক্ষকে জাতীয় চুক্তির সরকার বা জিএনএ নামে অভিহিত করা হয়। তবে দেশের বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে রয়ে গেছে। এরপর গত সপ্তাহে লিবিয়ার সশস্ত্র প্রতিপক্ষরা শান্তিচুক্তিতে পৌঁছেছে বলে জানায় দেশটিতে অবস্থিত জাতিসংঘ মিশন।

চলতি বছরের মার্চ মাস থেকে এখন পর্যন্ত এমন তিনবার হামলা চালানা হলো দেশটিতে।

নিউজওয়ান২৪/জেডএস

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত